বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শুরুটা হয়েছে দুর্দান্ত। প্রথম তিন ম্যাচের দুটিতেই জিতেছে শুভাগত হোমের দল। নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ের লক্ষ্যে ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ১৯৩ রান সংগ্রহ করেছে তারা।
চলমান বিপিএলে এটি দলীয় সর্বোচ্চ রানের সংগ্রহ। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৯১ রানে অপরাজিত ছিলেন আভিষ্কা ফার্নান্দো।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওভারেই তাইজুল ইসলামের উপর চড়াও হন তানজিদ হাসান তামিম। যদিও সেই ওভারেই চট্টগ্রাম ওপেনারকে ফিরিয়েছেন তাইজুল।
আরেক ওপেনার আভিষ্কা শুরুতে দেখেশুনে খেলেছেন। এরপর সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক হয়েছেন শ্রীলঙ্কান এ ওপেনার। তাইজুলের বলে একবার তার ক্যাচ ছেড়েছেন আহমেদ শেহজাদ। ৪০ বলে ফিফটি পূর্ণ করেন আভিষ্কা। শ্রীলঙ্কান ডানহাতি এ ব্যাটারকে দারুণ সঙ্গ দিয়েছেন শাহাদাত হোসেন দিপু ও নাজিবুল্লাহ জাদরান। দিপু ফিরেছেন ৩১ রান করে, জাদরানের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ১৮ রান। ৪০ বলে ফিফটি পূর্ণ করা আভিষ্কা। শেষের দশ বলে করেছেন আরও ৩৯ রান। শেষ পর্যন্ত ৫০ বলে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি।
শেষের দিকে এসে দারুণ ক্যামিও খেলেছেন কার্টিস ক্যাম্ফার। ৯ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।
ফরচুন বরিশালে হয়ে চার ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। এছাড়াও একটি উইকেট নিয়েছেন ইয়ানিক ক্যারিয়াহ।