১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার

আমরা জয়ের জন্যই খেলি: সাইফউদ্দিন

- Advertisement -

নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেসেখেলে জিতেছে বাংলাদেশ দল। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় টাইগাররা। মোহাম্মদ সাইফউদ্দিন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেছেন, বর্তমান সময়ে টাইগারদের পারফরম্যান্স অনুপ্রেরণা জোগাবে বিশ্বকাপে ভালো করতে। ফিল্ডিং কোচ রায়ান কুককে প্রসংসায় ভাসিয়েছেন টাইগার অলরাউন্ডার, সেইসাথে জানিয়েছেন কন্ডিশন অনুযায়ী মানিয়ে নিতে প্রস্তুত দল।

“কোনো সন্দেহ নেই রায়ান কুক আমাদের দেশের অন্যতম সেরা একজন কোচ। ওকে ধন্যবাদ জানাতে চাই। ও শুধু ফিল্ডিংয়েই নয়, আমাদের ব্যাটিং, বোলিং নিয়েও বেশ কিছু পরামর্শ দেয়; যেগুলো ভীষণ কার্যকরি”- ফিল্ডিং কোচকে নিয়ে সাইফউদ্দিন

নিজের বোলিং নিয়ে কথা বলেছেন সাইফউদ্দিন। জানিয়েছেন পিচের কন্ডিশন বদলে গেলেও সমস্যা নেই, তিনি সবদিক থেকেই প্রস্তুত।

“মিরপুরের এই উইকেটে কাটারটা বেশি কার্যকর। যেহেতু, স্পিনিং উইকেট। পরের ম্যাচগুলোতে যদি ব্যাটিংবান্ধব উইকেট হয়, তখন হয়তো ব্যাক অব দ্যা হ্যান্ডে জোরে বল করার চেষ্টা করবো। স্লো বাউন্সার, ইয়র্কার করবো। ম্যাচ বাই ম্যাচে পরিকল্পনা করাটাই ভালো”- নিজের বোলিং নিয়ে বলছিলেন টাইগার অলরাউন্ডার

ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চান সাইফউদ্দিন

কিউইদের সাথে প্রথম ম্যাচে উইকেট পাওয়ার কারণ নিয়েও কথা বলেছেন টাইগার অলরাউন্ডার। জানিয়েছেন স্পিনিং উইকেট হওয়াতে কতটা উপকারে দিয়েছে পেসারদের জন্য ভালো করতে।

“স্পিন উইকেট হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, কাটারটা বেশি ধরতেছে উইকেটে। স্পিনারদের বলে রান নিতে কষ্ট হচ্ছে, পরে আমাদের বলে চার্জ করতে গিয়েছে ওরা। এভাবেই উইকেটগুলা পেয়েছি আমি আর মুস্তাফিজ”

বাংলাদেশের এই স্পিনবান্ধব উইকেটে খেলার অভিজ্ঞতা যে আসন্ন বিশ্বকাপে কাজে দিবে না, তা জানেন সাইফউদ্দিনও। কিন্তু ম্যাচ জয়ের ধারাবাহিকতা আত্মবিশ্বাস জোগাবে নিশ্চিতভাবেই।

“টি-টোয়েন্টিতে কেউ ফেভারিট না। ব্যাটে বলে যে ভালো খেলবে, তারাই জিতবে। আমাদের পেস ইউনিট, স্পিনাররা সবাই জিম্বাবুয়ে সিরিজ থেকেই ভালো করতেছে। এখানকার পিচে খেলে খুব কাজে না দিলেও, বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে। এই আত্মবিশ্বাসটাই জরুরী” – বলছিলেন সাইফউদ্দিন

দিনশেষে সবাই জিততেই চায়, বাংলাদেশের জয়টাই খুঁজে, এমনটাই জানিয়েছেন টাইগার অলরাউন্ডার, “যখন ম্যাচ জিতি, সারা বাংলাদেশের মানুষই খুশি হয়। আমরা জিতার জন্যই খেলি। দিনশেষে সবাই বাংলাদেশের জয়টাই দেখতে চাই”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img