এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে টটেনহ্যামকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৮৮ মিনিটে একমাত্র গোলটি করেন নাথান একে। জয়ের পর শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি কোচ পেপ গার্দিওলা।
তিনি বলেন, “আজ আমাদের পারফরম্যান্স অবিশ্বাস্য রকমের ভালো ছিল। প্রথম মিনিট থেকে ৯৫ মিনিট পর্যন্ত সবকিছুই আমাকে তৃপ্ত করেছে। আমরা শিরোপা ধরে রাখার লড়াইয়ে আছি। আর এখানকার লড়াইটাও অনেক কঠিন ছিল”

পুরো ম্যাচে একটি মাত্র গোল হলেও টটেনহ্যামের মাঠে নিয়ন্ত্রণ ছিল সিটিজেনদের দখলে। কেভিন ডি ব্রুইনারা ৫৭ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছিলেন। গোল পোস্টে শট নেওয়ার দিক থেকেও স্বাগতিকদের চেয়ে যোজন-যোজন এগিয়ে ছিল সিটি। গার্দিওলার দল যেখানে ১৮টি শট নিয়েছিল, সেখানে টটেনহ্যামের শট মাত্র ১টি।
ম্যাচশেষে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের বিদায় নিয়েও কথা বলেছেন সিটি কোচ গার্দিওলা। ক্লপ অলরেডদের দায়িত্ব ছাড়ায় তাদের বিপক্ষে ম্যাচের আগে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন বলে মনে করেন গার্দিওলা। সেই সাথে ক্লপকে শুভকামনাও জানিয়েছেন তিনি।
গার্দিওলা বলেন, “সে একজন দুর্দান্ত কোচ। আমি তাকে কাছ থেকে চিনি না, কিন্তু আমি জানি যে সে একজন অসাধারণ মানুষও। সবাই তাকে মিস করবে। ব্যক্তিগতভাবে আমি তাকে মিস করব। আমি আনন্দিতও; কারণ, সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আমি আরেকটু আরামে ঘুমাতে পারব। আমি তাকে শুভকামনা জানাতে চাই”