বিশ্বকাপে যে লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ, তা অনেক আগেই শেষ হয়ে গেছে। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ জিতে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে। অথচ টাইগাররা সেমিফাইনালে খেলার আশা নিয়ে ভারতে গিয়েছিল। সাকিব আল হাসানরা তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারেননি, যেমনটা বিশ্বকাপের আগে খেলেছিল বলে মনে করেন বাংলাদেশের হেডকোচ হাথুরুসিংহে।
রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা সমর্থকদের সাথে সাথে নিজেদেরও হতাশ করেছি। প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত তেমন কিছু পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে শুধু আমাদের শোনার মধ্যে। আমাদের স্কিল শেষ হয়ে যায়নি। আমার মনে হয়, বেশি আশা করেছিলাম। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি, বিশ্বকাপে আসার আগে যেমনটা খেলেছি”
বাংলাদেশের সেমির আশা অনেক আগেই শেষ হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের আটের মধ্যে থাকতে হবে। সেজন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন হাথুরুসিংহে।
“শ্রীলঙ্কা-বাংলাদেশ সাম্প্রতিক অতীতে বেশকিছু ভাল ম্যাচ খেলেছে। বিশ্বকাপে দুই দলই একই অবস্থায় আছে। যেহেতু আমরা সেমিফাইনালে খেলার সুযোগ হারিয়েছি। আমাদের এখন লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া। এই ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ”– বলছিলেন হাথুরুসিংহে
দিল্লীর অরুট জেটলি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।