আগামীকাল (সোমবার) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে কিউইদের মুখোমুখি হওয়ার আগে মেহেদী হাসান মিরাজ-তাইজুল ইসলামদের উপর ভরসা রাখছেন নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে যেকোনো দলকে হারানোর সামর্থ বাংলাদেশের আছে বলে মনে করেন তিনি।
সোমবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা দেশে জেতার মতো দল। আস্তে আস্তে সেই অভ্যাসও তৈরি করা দরকার। যেকোনো দলের বিপক্ষে হোমে ম্যাচ জেতা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে। এরপর দেশের বাইরে কীভাবে অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেটা”
সিলেটে অনুশীলন শুরু করার সময় উইকেট দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সিলেটের উইকেটে সাধারণত কিছুটা ঘাস থাকে। বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামের উইকেটের থেকে এখানকার উইকেট কিছুটা আলাদা। কিউইদের বিপক্ষে কেমন পিচে খেলবে বাংলাদেশ সেই বিষয়ে মন্তব্য করতে চান না শান্ত। ম্যাচের দিনই উইকেট সম্পর্কে ধারণা নিতে বললেন তিনি।

শান্ত বলেন, “কী ধরনের উইকেট এখানে হবে, সেটা বলা ঠিক হবে না, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। আপনারা হয়তো কাল দেখলে পরিষ্কার একটা ধারণা পাবেন। আমরা খেলোয়াড়রা যতটুকু পেরেছি, ধারণা নিয়েছি। আমাদের যে শক্তি আছে, ওই অনুযায়ী কালকে আমরা মাঠে আসব। তো কাল ম্যাচ শুরু হলে আরও পরিষ্কার ইনফরমেশন আমরা পাব”
এর আগে সাদা বলের ক্রিকেটে তিন ম্যাচে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে শান্তর। টেস্টে প্রথমবারের মতো দায়িত্ব পালন করবেন তিনি।