বুধবার আইসিসি ‘ক্যাপ্টেন্স ডে’ তে বিভিন্ন দলের ক্যাপ্টেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। ব্যতিক্রম ছিলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনিও। অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন যে দলই সাকিবের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “যতক্ষণ না দলের জন্য অবদান রাখতে পারছি, আমার কাছে ব্যক্তিগত অর্জন তেমন গুরুত্বপূর্ণ না। আমার কাছে দলই সবার আগে। ক্যারিয়ারজুড়ে এভাবেই চিন্তা করেছি। এখনও, এভাবেই এগিয়ে যেতে চাই”
বিশ্বকাপের আগে এশিয়া কাপে তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে সেই টুর্নামেন্টে ভারতকে হারানোর পাশাপাশি টাইগাররা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোতেও ভালোই করেছে টাইগাররা। “ক্যাপ্টেন্স ডে” তে সাকিবকে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন ইংল্যান্ডের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগ্যান।
টাইগার অধিনায়ক উত্তরে বলেন, “আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে”
চলতি মাসের ৭ই অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।