NCC Bank
- Advertisement -NCC Bank
১৪ আগস্ট ২০২২, রবিবার

”আমার শক্তি আমার বল, ভাত আর ফল”

- Advertisement -

আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে তিন ম্যাচেই নট আউট ছিলেন শামীম পাটোয়ারি। পর পর দুই ম্যাচে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একজন ফিনিশারের বড়ই অভাব ছিল। শামীমের মাঝেই অনেকে ভবিষ্যত জাতীয় দলের ফিনিশারকে দেখতে পাচ্ছেন।

গণমাধ্যমের সাথে কথা বলায় এখনো পটু হয়ে ওঠেনি এই ক্রিকেটার ,তবে তার ব্যাটিং দক্ষতা দিন দিন বাড়ছে। হাতে এতো শক্তি কই পান ? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শামীম বলেন ”ভাত খাই আর ফল খাই, সেখান থেকেই শক্তি আসে”।চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেটে আরো বেশি সুবিধা করতে পারবে দল মনে করেন শামীম।

বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও ভালো করছে, আমরা সিরিজে এগিয়ে আছি তাই আমাদের আত্মবিশ্বাস বেশি, মিরপুরের মাঠে আমরা আরো বেশি সুবিধা করতে পারবো, আমার বিশ্বাস আমরা বাকি ম্যাচগুলোতেও জয় পাবো

ছয় নাম্বারে ব্যাট করতে নামা প্রসঙ্গে শামীম বলেন ” আমি ছয় নাম্বারে ব্যাট করতে নামি।মাঠে নামার পর আমার চিন্তা থাকে ভালো কিছু করার, আমি সবসময় চেষ্টা করি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে”।

শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইর্মাজিং দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img