২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

‘আমি অনেককে কাঁদতে দেখেছি এবং আমিও কাঁদব’

- Advertisement -

লিভারপুল কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের অধ্যায় শেষ। জার্মান এই কোচের বিদায় মেনে নিতে পারেননি সমর্থকরা। অনেকেই ক্লপের এমন সিদ্ধান্তে পেয়েছেন কষ্ট। সেটি খুব ভাল করেই বোঝেন লিভারপুলের সাবেক এ কোচ। তাইতো ম্যাচ শেষে সমর্থকদের মতো কান্না করার কথা জানিয়েছেন তিনি।

ক্লপকে গার্ড অব অনার দিয়েছে লিভারপুলের খেলোয়াড়রা। জার্মান এই কোচকে বিদায় জানাতে বিভিন্ন ধরণের প্লাকার্ড নিয়ে এসেছিলেন সমর্থকরা। অলরেডদের সমর্থকদের মিস করবেন বলে জানিয়ে ক্লপ বলেন, সমর্থকদের মতো তিনিও আজ(রবিবার) রাতে কাঁদবেন।

ক্লপ বলেন, “আমরা ভয় পাব, নাকি রোমাঞ্চ অনুভব করব, এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বাস রাখব কি রাখব না। আজ আমিও আপনাদেরই একজন এবং আমি বিশ্বাস রাখছি। আমি এখনো ১০০ ভাগ বিশ্বাস রাখছি। হ্যাঁ, আমি অনেককে কাঁদতে দেখেছি এবং আজ রাতে আমিও কাঁদব। কারণ, আমি এই মানুষগুলোকে মিস করব। কিন্তু পরিবর্তন ভালো। সবকিছুই ঠিক থাকবে। কারণ, মৌলিক ব্যাপারগুলো শতভাগ ঠিক আছে”

লিভারপুল থেকে বিদায় বেলায় ইয়ুর্গেন ক্লপ

বিদায়ী বক্তবে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ক্লপ। সেই সাথে দলের খেলা নিয়ে নিজে খুশি থাকার কথাও বলেছেন তিনি। ক্লপ বলেন, “আমি খুব খুশি। আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমি খেলা নিয়ে খুশি, এই আবহ আর এই পরিবার নিয়ে খুশি। এটা অসাধারণ, আপনাদের অনেক ধন্যবাদ”

ক্লপ আরও বলেন, “আমার কাছে এটা শেষের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে শুরুর মতো। আজ আমি একটি ফুটবল দলকে পূর্ণ প্রতিভা, তারুণ্য, সৃষ্টিশীলতা, ইচ্ছাশক্তি আর (জয়ের) ক্ষুধা নিয়ে খেলতে দেখেছি। এটা উন্নতির একটা অংশ। নিশ্চিত করে এটাই আপনাদের প্রয়োজন”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img