ইনজুরির কারণে কিছুদিন আগে অধিনায়কত্ব ছাড়লেন, এরপর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছিলন তামিম ইকবাল। ৫৮ বলে ৪৪ রানের ইনিংস খেলে জানিয়ে দিয়েছিলেন, মাঠের বাইরে থাকলেও এখনো আগের ফর্মেই আছেন তিনি। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপেও খেলবেন তামিম। তবে তা আর হচ্ছে না, বিশ্বকাপে দেখা যাবে না দেশসেরা ওপেনারকে। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তামিম পোস্ট করে জানান, “টাইগাররা ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর, গত কয়েকদিনে ঘটে যাওয়া বিষয়ে কথা বলবেন তিনি। কয়েকঘন্টা পর একটি ভিডিওতে তামিম বলেন, “একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। আমি কোন সময়, কাউকে বলিনি যে আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোন সময়ই হয়না। কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করেছে। আমি জানি না কথাটা কিভাবে মিডিয়াতে ছড়ানো হয়েছে বা কে করছে কিন্তু এই জিনিসটা অবশ্যই মিথ্যা”

নিউজিল্যান্ডের পর দ্বিতীয় ওয়ানডের পর নিজের ফিটনেসের অবস্থা নির্বাচকদের জানিয়েছিলেন তামিম। সেই সময় তিনি বলেননি যে, তিনি বিশ্বকাপে খেলবেন। বাঁহাতি ওপেনার তার ফিটনেসের বিষয়টি মাথায় রেখে দল ঘোষণা করতে বলেছিলেন।
“যে জিনিসটা আমি নির্বাচকদের বলেছিলাম। আমি বলেছিলাম যে, দেখেন আমার বডিটা এরকমই থাকবে, এখন যেমন একটু ব্যথা আছে। তো আপনারা যখন টিম সিলেক্ট করবেন এই বিষয়টি মাথায় রেখে সিলেক্ট করবেন”– ভিডিওতে তামিম
বুধবার ছড়িয়েছিল তামিম নিজে থেকে বিশ্বকাপে খেলতে চান না, তবে এই বিষয়টি পরিষ্কার করেছেন বাঁহাতি ওপেনার। তামিমকে নিচে ব্যাটিং করার কথা বলেছিলেন বিসিবির এক কর্মকর্তা। এ কারণেই তিনি তাকে জানান, আপনারা আমাকে এরকম নোংরামির মধ্যে তিনি থাকতে চাননা।