বিশ্বকাপ খেলতে এই মুহুর্তে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে বাঁহাতি স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ। সাম্প্রতিক সময়ে দারুণ খেলছেন তিনি। তাকে দলের অন্যতম সেরা স্পিনার বললেও খুব একটা ভুল হবে না। তার খেলা আর চেহারার মধ্যে কোন মিল নেই বলে মনে করেন নাসুম।
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ‘প্রথম আলো’-কে দেওয়া সাক্ষাৎকারে বাঁহাতি এ স্পিনার বলেছিলেন, “আমি দেখতে একরকম, কিন্তু আমার খেলাটা অন্যরকম। আমাকে দেখে অনেকের মনে হতে পারে আমাকে দিয়ে হবে না। কিন্তু আমি কার্যকরী”
টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাসুম বর্তমানে ওয়ানডে দলেও নিয়মিত। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপ খেলবেন তিনি। বাংলাদেশে জোরের উপর স্পিন বল করে এমন বোলারদের তালিকায় উপরের সারিতেই থাকবেন নাসুম। জোরের উপর স্পিন করার কারণ জানিয়েছিলেন তিনি।

নাসুম বলেছিলেন, “দেখুন, আমি যদি আস্তে বল করি, আর লেংথ যদি একটু পেছনে হয়; তাহলে ব্যাটসম্যান সহজেই ব্যাকফুট থেকে পুল করবে। যদি ফুল লেংথে করি, তাহলে যেন তার ব্যাট নামার আগেই বল পড়ে চলে যায়। আমি মূলত একটা জিনিসই চাই, ব্যাটসম্যান যেন ভাবে, ও যেকোনো সময় যেকোনো বল করতে পারে”
ওয়ানডেতে ১১ ইনিংসে ১২টি উইকেট শিকার করেছেন নাসুম। ৫০ ওভারের ফরম্যাটে রান আটকানোর কাজটা ভালোভাবে করেছেন তিনি। ৩.৯১ গড়ে রান দিয়েছেন নাসুম।