আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাশ। আচরণ বিধি ভাঙ্গার কারণে ম্যাচফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ডানহাতি এ ব্যাটারকে। সেই সাথে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। এমনটাই খবর দেশের শীর্ষসারির একটি গণমাধ্যমের।
গত ২৬ ফেব্রুয়ারি রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন লিটন। সেদিন ভিক্টোরিয়ান্স অধিনায়কের একটি স্ট্যাম্পিংয়ের আবেদন থার্ড আম্পায়ারের কাছে না পাঠানোর কারণে তর্কে জড়ান তিনি। একটা পর্যায়ে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনকে মাঠে এসে লিটনকে শান্ত করতে দেখা গেছে।
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাট হাতে দারুণ খেলেছিলেন লিটন। রংপুরের দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তাওহীদ হৃদয়ের সাথে গড়েছেন ১৪৩ রানের জুটি। তাতেই জয়ের ভিত পেয়ে যায় কুমিল্লা। ৮৩ রান করে পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।