৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আরও একটা পরাজয়, বোলিং শেষেই স্ক্যান করাতে গেছেন সাকিব

- Advertisement -

ব্যাটিংয়ে ব্যর্থতা, বোলিংয়ে দারুণ শুরুর পরও উইকেট নিতে না পারা; বাংলাদেশ দলের ফিল্ডিংটাও যে খুব ভালো হচ্ছে সেটাও বলার সুযোগ নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২৪৫ রান করার পর ৮ উইকেটের পরাজয়, কেইন উইলিয়ামসনের দল ম্যাচ জিতেছে ৪৩ বল হাতে রেখেই। টাইগারদের পারফর্ম্যান্সের এক টুকরো ছবি বোধহয় ফুটে ওঠে এতোটুকুতেই।

ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক কথা বলেন নিয়ম করে, শুক্রবার অবশ্য সাকিব আল হাসান আসেননি। তার বদলে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। শুরুতেই প্রশ্ন করা হয়েছিলো সাকিবকে নিয়েই। শান্তর উত্তর, “সাকিব ভাই স্ক্যান করাতে গেছেন, এতোটুকুই জানি”

ব্যাটারদের ব্যর্থতাকে শান্ত করেছেন প্রশ্নবিদ্ধ। বলেছেন, “আমার মনে হয়, শুরুর ব্যাটারদের নিজেদের দায়িত্বটা বোঝা উচিত। তারা যদি প্রথম ১০-১৫ ওভার সতর্কতার সাথে খেলতে পারে, তাহলে ভালো কিছু করা সম্ভব।” তবে, শান্ত পেসারদের কোনো দোষ দেননি, বরং করেছেন প্রশংসা।

ডেরিল মিচেলের অপরাজিত ৮৯, কেইন উইলিয়ামসনের ৭৮ রানের ইনিংসের পরও বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন লোকি ফার্গুসন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img