চলতি বিশ্বকাপে উড়তে থাকা সাউথ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আসা ডাচদের এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারিয়ে জয়ে ফেরা প্যাট কামিন্সের দলকে হারানো সহজ হবে না ডাচদের জন্য। এমনই এক ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করবে নেদারল্যান্ডস।
অজিদের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে ডাচরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে এসেছে এক পরিবর্তন। মার্কাস স্টয়ানিসের জায়গায় ফিরেছেন ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়া একাদশ:
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, মার্কাস স্টয়ানিস, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।
নেদারল্যান্ডস একাদশ:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, লোগান ফন বেক, আরিয়ান দত্ত ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট।