গত জুলাইয়ে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট খেলে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দেন স্টুয়ার্ড ব্রড। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার হয়ে ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলেও পেয়েছিলেন উইকেটের দেখা। এমন সৌভাগ্য আর কয়জনের হয়। ব্রড যখন অবসর নেন, তখন আরও দুই বছর খেলতে পারতেন এমনটাই নাকি তার মনে হয়েছিল।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রড বলেন, “নিজের কাছেও মনে হয়েছিল যে আমি আরও দুবছর খেলতে পারতাম। কিন্তু নিজেকে সংযত রেখে আমি চেয়েছি ইংল্যান্ডের জার্সিতে চূড়ায় থেকে শেষ করতে। সঠিক সময়ে যাওয়ার জন্য আমার চেষ্টা করতেই হতো”
ব্রডের দীর্ঘ দিনের সতীর্থ জেমস অ্যান্ডারসন এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। দুজন মিলে একসময় ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছিলেন। কিন্তু সতীর্থ এখনো খেলছে ব্রড ক্রিকেটের বাইরে এ নিয়ে তার নেই কোনো আক্ষেপ। বরং অবসর নেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন তিনি।
ব্রড বলেন, “এখন পর্যন্ত কোনো আক্ষেপ নেই। যা বলে দেয় এটি সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আমার সতীর্থরা এখনো ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে মাঠে নামেনি। তাই এমন মুহূর্ত আসেনি যা দেখে উপলব্ধি হবে, আর এমনটা (হুট করে অবসর) করব না”