১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

আরও শিরোপা জিততে চান মেসি

- Advertisement -

বেশ কয়েকদিন আগে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। প্রথমবারের মতো ইন্টার মিয়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ব্যালন ডি’অর ট্রফি হাতে এসেছিলেন আর্জেন্টাইন তারকা। মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে স্টেডিয়ামের গ্যালারি ছিল লোকে লোকারণ্য। সেখানে ক্যারিয়ারে আরও শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন মেসি। সেই সাথে মিয়ামিতে সময়টা উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

মেসি যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন গোটা স্টেডিয়াম করতালি ও হর্ষধ্বনিতে কেঁপে উঠেছিল। সেই সাথে মুঠোফোনের বাতি জ্বালিয়েও দারুণ আবহ তৈরী করেন তারা। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন আর্জেন্টাইন তারকা।

মেসি বলেন, “আমরা খুব অল্প সময় ধরে একসঙ্গে আছি এবং গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি। দলের জন্য শিরোপা জিতেছি। যেটা গুরুত্বপূর্ণ ছিল। আমি যে এখানে উপভোগ করব, সেটা নিয়ে আমার মনে কোনো দ্বিধা ছিল না। আর এখন আমার সন্দেহ নেই যে আমরা সামনের বছর আরও ভালো করব। আমরা অনেক উপভোগ করব এবং আরও শিরোপা জিতব। আমি আশা করি, আপনারা আমাদের সমর্থন দিয়ে যাবেন, যেমনটা আমি এখানে আসার পর থেকে দিয়ে যাচ্ছেন। আগামী বছর আমরা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে একসঙ্গে লড়াই করব”

মিয়ামির মানুষ মেসিকে যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, “আমি এখানে এসেছি অল্প কদিন হলো, কিন্তু আমার মনে হচ্ছে, আমি অনেক দিন ধরেই এখানেই আছি। আমি মিয়ামির সব মানুষকে ধন্যবাদ দিতে চাই। আপনারা আমার ও আমার পরিবারের সঙ্গে যে আচরণ করেছেন, সেটা দারুণ। আপনারা আমাদের অনেক ভালোবাসা দেখিয়েছেন। আপনারাই আমাকে এই অনুভূতি দিয়েছেন যে এটা আমার ঘর”

মেসির ব্যালন ডি’অর উদ্‌যাপনের রাতটা অবশ্য জয় দিয়ে রাঙাতে পারেনি মিয়ামি। নিউইয়র্ক এফসির কাছে তারা হেরে গেছে ২-১ গোলে হেরেছে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img