টিম সাউদির অফসাইডের লেংথ বলটা মুমিনুল হকের ব্যাটের কাণায় লেগে গালি অঞ্চল দিয়ে বাউন্ডারির পথে। অধিনায়ক তখন ৪৫* রানে অপরাজিত, লিটন দাসের সংগ্রহ ৪২*। প্রথম রানটা দ্রুত গতিতে নিলেও দ্বিতীয় রানটা নিলেন ধীর গতিতে, দুজনেই প্রায় নিশ্চিত বলটা যে বাউন্ডারি হতে যাচ্ছে!
কিন্তু, বাউন্ডারি হয়নি। উল্টো তিন রান নিতে গিয়ে হেনরি নিকোলশের থ্রোতে রানআউট হচ্ছিলেন লিটন। উইকেটকিপার টম ব্লান্ডেল যখন বেলটা উড়িয়ে দিচ্ছিলেন, তখন লিটনের ব্যাটটা মাটি থেকে উপরে উঠতে শুরু করেছে মাত্র। একটু এদিক ওদিক হলেই হতে পারত সর্বনাশ, প্যাভিলিয়নে ফিরতে হতো লিটনকে!
টাইগার উইকেটকিপারকে নিয়ে নতুন শঙ্কা ইনজুরির, ডাইভ দিয়ে কোনোরকমে বেঁচে গেলেও ওভার শেষেই লিটনকে দেখা গেছে মাটিতে নুইয়ে পড়তে। চিকিৎসক এসে পর্যবেক্ষণ করলেও লিটন যে খুবেকটা স্বাচ্ছন্দ্যে নেই সেটা স্পষ্ট। এখন দেখার পালা, কোমরের ব্যথা নিয়ে লিটন নিজের ইনিংসটিকে এগিয়ে নিতে পারেন কতোদূর।