আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘোচাতে চান লিওনেল মেসি। শেষবার ১৯৯৩ সালে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেটাই বৈশ্বিক আসরে আর্জেন্টিনার সর্বশেষ শিরোপা জয়, এরপর পাঁচবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। ২৮ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আলবিসেলেস্তদের হাতে। সেই স্বপ্ন পুরণের বড় দায়িত্ব নিতে পারেন আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। অসাধারণ এক টুর্নামেন্ট কাটানো মেসি সেই স্বপ্নই দেখাচ্ছেন আর্জেন্টিনাকে।
চলতি কোপায় সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি। গোল-অ্যাসিষ্টে সবাইকে ছাপিয়ে গেছেন মেসি। গোল করেছেন পাঁচটা, সঙ্গে করিয়েছেন আরো চারটা। শুধুই আর্জেন্টিনার সেরা গোলদাতা নয়, চলতি কোপায় সবচেয়ে বেশি গোলও করেছেন লিওনেল মেসি। আসরে আর্জেন্টিনার ১১ গোলের ৯ গোলেই সরাসরি অবদান রেখেছেন মেসি। রিও দি জেনিরোতে রোববার ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন সমর্থকদের তাই আশা দেখাচ্ছে মেসির দুর্দান্ত পারফর্ম্যান্স।
আর্জেন্টিনার জার্সি গায়ে ১৫০ ম্যাচ খেলেছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি। আসরের শুরুতে পিছনে ফেলেছেন হাভিয়ের মাশচেরানোর ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড। চলতি আসরে রেকর্ডের ফুলঝুড়ি ছুটিয়েছেন মেসি।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ
আর্জেন্টিনার জার্সি গায়ে ১৫০ ম্যাচ খেলা মেসি বনে গেছেন দেশটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়। ১৪৪ ম্যাচ নিয়ে আসর শুরু করা মেসি বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমে পিছনে ফেলেছেন হাভিয়ের মাশচেরানোর ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড।
আর্জেন্টাইনদের মধ্যে সর্বোচ্চ কোপায় অংশ নেওয়া
প্রথম আর্জেন্টাইন হিসেবে লাতিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকায় ছয়-ছয়বার অংশ নিয়েছেন মেসি। ২০০৭ থেকে ২০২১ পর্যন্ত সবগুলো আসরেই খেলেছেন তিনি। এখানেও পিছনে ফেলেছেন হাভিয়ের মাশচেরানোকে। সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলেছেন পাঁচটি আসরে।
কোপার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট
চলতি কোপায় মেসি ৪ গোল করার পাশাপাশি বানিয়েছেন ৫টি। কোপার নির্দিষ্ট এক আসরে তার থেকে বেশি গোল বানাননি আর কেউ। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষেও করেছেন একটা অ্যাসিস্ট।
২৮ বছর শিরোপা না জেতার পাশাপাশি আর্জেন্টিনা হেরেছে তাদের সবশেষ পাঁচ ফাইনালে । যার দুটোই আবার ব্রাজিলে। উল্টো রথে ব্রাজিল আবার নিজেদের মাটিতে অনুষ্ঠিত হওয়া ৬ কোপা আমেরিকা আসরের সবগুলোই জিতেছে। এছাড়া নিজেদের মাটিতে শেষ ৪৬ ম্যাচ হারেনি সেলেসাওরা। ফাইনালে ব্রাজিলকে হারাতে হলে এসব রেকর্ড ভাঙ্গতে হবে মেসিদের। এছাড়াও আরো অনেক রেকর্ডের হাতছানি আছে মেসির সামনে।
কোপা আমেরিকাতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড
কোপা আমেরিকায় লিওনেল মেসি ম্যাচ খেলেছেন ৩৩টি। কোপা আমেরিকায় সর্বোচ্চ ম্যাচ খেলায় মেসি আছেন দুই নম্বরে। ৩৪ ম্যাচ নিয়ে শীর্ষে আছেন চিলির সের্জিও লিভিংস্টোন। ফাইনালে মাঠে নেমেই রেকর্ডের অংশ হয়ে যাবেন মেসি। যুগ্মভাবে কোপা আমেরিকার সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হবেন লিওনেল মেসি।
কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা
১৭ গোল নিয়ে যুগ্মভাবে কোপা আমেরিকা ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসিরই স্বদেশি নর্বের্তো মেন্দেজ এবং চির প্রতিদ্বন্দী ব্রাজিলের জিজিনিয়ো। ১৩ গোল করা মেসির সামনে সুযোগ থাকছে এদেরকে ছাড়িয়ে যাওয়ার। তবে সেজন্য করতে হবে কমপক্ষে চার গোল। অনেকটা অসম্ভব হলেও, নামটা যে মেসি। যার কাছে কিছুই অসম্ভব নয়।