১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকছেন না স্ক্যালোনি!

- Advertisement -

উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। সুপার ক্ল্যাসিকোয় জয়ের পর লিওনেল মেসিদের কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্ক্যালোনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এ কোচ বলেছেন, “আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে। আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ”

স্কালোনি এরপর বলেছেন, “খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব”

সমর্থকদের উপর ব্রাজিলের পুলিশের মারমুখি আচরণকে ভালোভাবে নেননি মেসি। গ্যালারিতে যখন পুলিশ-সমর্থকদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি ছিল, এক পর্যায়ে দল নিয়ে মাঠের বাইরে চলে যান আর্জেন্টাইন অধিনায়ক। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্ক্যালোনির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত আর্জেন্টাইন সমর্থকদের জন্য শঙ্কার।

মেসিদের কোচ হয়ে আসর পর থেকেই দারুণ সময় কাটিয়েছেন স্ক্যালোনি। তার অধীনেই ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এছাড়াও দলকে কোপা আমেরিকা ও ফিনালিসামার ট্রফিও জিতিয়েছেন তিনি। আর্জেন্টিনার কোচ হিসেবে স্ক্যালোনি ডাগআউটে দাঁড়িয়েছেন ৬৬ ম্যাচ। যেখানে জিতেছেন ৪৮টি, হার ৬টিতে আর ড্র ১২ ম্যাচে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img