১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

আর্জেন্টিনার তিনে তিন, দুইয়ে আটকে রইল ব্রাজিল

- Advertisement -

বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়েও মিস করেছেন বেশ কয়েকটি ম্যাচ। তবে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকাকে স্কোয়াডে রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। মেসির ফেরার দিনে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি ব্রাজিল জিততে পারেনি। ভেনেজুয়েলার সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে নেইমার জুনিয়ররা।

বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতলো বর্তমান চ্যাম্পিয়নরা। খেলা শুরুর তিন মিনিটের মাথায় আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। মেসিকে প্রথমার্ধে মাঠে নামাননি স্ক্যালোনি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে তাকে মাঠে নামান আর্জেন্টাইন কোচ।

ফুটবলের ক্ষুদে জাদুকর ঝলক দেখাতে বেশি দেরি করেননি। যদিও ম্যাচে গোল করতে পারেননি তিনি। তবে ৭৬ মিনিটে মেসির নেওয়া কর্ণার কিক প্রায় গোলেই প্রবেশ করছিল। কিন্তু শেষ মুহূর্তে পোস্টে লেগে ফিরে আসায় গোলটি পাওয়া হয়নি তার। এরপর যোগ করা সময়েও ফ্রি কিকে মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। শেষপর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ওতামেন্দির গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা

অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে জয় পেলেও ভেনেজুয়েলাকে হারাতে পারেনি ব্রাজিল। গ্যাব্রিয়েল মাগালাইসের গোলে এগিয়ে যায় ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা, কিন্তু, ৮৫ মিনিটে সমতা ফেরায় ভেনেজুয়েলা।

ঘরের মাঠে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন নেইমাররা কিন্তু, ভাগ্য সহায় হয়নি তাদের। এই ড্রয়ে ঘরের মাঠে ১৫ ম্যাচ পর জয়হীন থাকলো ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখে ভেনেজুয়েলার পোস্টে ১৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল নেইমাররা। তবুও একটির বেশি গোল পায়নি তারা।

উল্টো ড্রয়ের পর মাঠ ছাড়ার সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে নেইমারকে। টানেলের ঢোকার মুখে নেইমারের মাথায় পপকর্নও ঢেলেছেন দর্শক। এরপর পপকর্নের প্যাকেট ছুড়েও মারা হয়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img