১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

আর্সেনালের সাথে ব্যবধান কমানো হলো না ম্যানসিটির

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। তাতেই পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে পেপ গার্দিওলার দল। অথচ স্পার্সদের হারাতে পারলে শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান ১ এ নিয়ে আসতে পারত সিটিজেনরা। এখন মিকেল আরতেতার দলের সাথে হুলিয়ান আলভারেজ-আর্লিং হালান্ডদের পয়েন্ট ব্যবধান ৪।

টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয় পায়নি সিটি। এদিনও ভাগ্য বদলালো না তাদের। শেষ মুহুর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

রবিবার আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও চেলসি। ফুলহ্যামকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল। অলরেডদের হয়ে প্রিমিয়ার লিগে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।

ব্রাইটনকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে উঠে এসেছে চেলসি। লন্ডনের ক্লাবটির হয়ে চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেয়েছেন এন্জো ফার্নান্দেজ। আর্জেন্টাইন মিডফিল্ডার এদিন জোড়া গোল করেছেন।

অন্যদিকে স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। জাভি হার্নান্দেজের দলের হয়ে একমাত্র গোলটি করেন জোয়াও ফেলিক্স। এই জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে বার্সেলোনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img