ম্যাচের ১৪ মিনিটে রদ্রির শট ফিরিয়ে দেওয়ার ঠিক দুই মিনিট পর হুলিয়ান আলভারেজের শট আটকে দিলেন ওমরি গ্লেজার। প্রথমার্ধে বেশ কয়েকটি দারুণ সেভ করলেন। তবে শেষ পর্যন্ত আলভারেজ-রদ্রিদের আটকে রাখতে পারলেন না গ্লেজার।
ঘরের মাঠে রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ার পর ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আলভারেজ। অন্যটি করেছেন রদ্রি। বেলগ্রেডের একমাত্র গোলদাতা ওসমান বুকারি।
ম্যাচের বেশিরভাগ সময় বেলগ্রেডের অর্ধে ছিল বল। শুরু থেকেই আক্রমণে যায় সিটি। ২৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড পোস্টে লেগে ফিরে আসলে লিড নিতে পারেনি স্বাগতিকরা। তবে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বেলগ্রেড। বুকারির গোল প্রথমে অফসাইডের কারনে বাতিল করে দেন রেফারি। পরে ভিএআর চেক করে গোলের সিদ্ধান্ত দেন। পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের সমতায় ফেরান আলভারেজ। হালান্ডের সাথে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে গ্লেজারকে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। ৬০ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন তিনি। দূর্দান্ত গোলকিপিং করা গ্লেজার আলভারেজের ফ্রি কিক পাঞ্চ করতে গিয়ে বলের লাইন মিস করেন। ২-১ গোলে এগিয়ে যায় সিটি।
৭৩ মিনিটে নিজের প্রথম গোলের দেখা পান পুরো ম্যাচজুড়ে দূর্দান্ত খেলা রদ্রি। এরপর চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি গার্দিওলার শিষ্যরা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
সবশেষ ১৯৭৪ সালে অ্যাওয়ে ম্যাচে ইংলিশ কোনো ক্লাবের বিপক্ষে জিতেছিল বেলগ্রেড। এতো বছর পর আশা জাগিয়েও পারল না তারা।