স্প্যানিশ লা লিগায় আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার রাত ৯:১৫ মিনিটে লাস পালমাসের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ১১:৩০ মিনিটে জাভি হার্নান্দেজের দলের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
বর্তমানে সময়টা ভালো কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় পয়েন্ট টেবিলে দুইয়ে আছে জুড বেলিংহাম-ভিনিসিয়ুস জুনিয়ররা। লস ব্লাঙ্কোসদের সামনে রয়েছে শীর্ষে ওঠার সুযোগ। বর্তমানে ১ নম্বরে থাকা জিরোনার পয়েন্ট ২১ ম্যাচে ৫২। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্টের ব্যবধানে দুইয়ে আনচেলত্তির দল। শনিবার রাতে লাস পালমাসকে হারাতে পারলেই শীর্ষস্থান নিশ্চিত করবে তারা।
লাস পালমাসের বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান কথা বলছে রিয়ালের পক্ষে। দলটির বিপক্ষে পূর্বের ৮ বারের দেখায় একবারও হারেনি লস ব্লাঙ্কোসরা। ৬ জয়ের বিপরীতে ড্র করেছে ২টিতে। তবে ঘরের মাঠে পালমাসের সাম্প্রতিক ফর্ম তাদের আশা যোগাচ্ছে। নিজেদের মাঠে সবশেষ ৮ ম্যাচের ৫টিতেই জয়ের হাসি হেসেছে তারা।
স্প্যানিশ লা লিগার আরেক দল বার্সেলোনা খুব একটা সুবিধা করতে পারছে না। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে আছে জাভির দল। ভিয়ারিয়ালকে হারাতে পারলে শীর্ষ দুইয়ে থাকা জিরোনা ও রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্টের ব্যবধান কমাতে পারবে তারা।

তবে বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম তাদের পক্ষে কথা বলছে না। যদিও লা লিগায় সবশেষ তিন ম্যাচের তিনটিতেই জিতেছে ফেরান তোরেস-রবাট লেভানডফস্কিরা।
অন্যদিকে ভিয়ারিয়ালও লিগে খুব একটা সুবিধা করতে পারছে না। ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে আছে তারা। সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জিততে পেরেছে ভিয়ারিয়াল। তাই বার্সেলোনার বিপক্ষে নামার আগে জয়ের কথা খুব একটা ভাবতে পারছে না তারা। তার উপরে আবার বার্সেলোনার মাঠে খেলতে হবে তাদের।