সৌদি প্রো লিগে আল আহলিকে ৪-৩ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়ে জোড়া গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের জয়ে অবদান রাখতে পেরে খুবই আনন্দিত বোধ করছেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে জানিয়েছেন রোনালদো।
আল আহলির বিপক্ষে ম্যাচের একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আরও দুই গোল করতে পেরে খুবই আনন্দিত; বিশেষ করে গুরুত্বপূর্ণ জয়ে দলকে সহায়তা করতে পেরেছি। আমাদের ঘরের মাঠে সমর্থকরা অসাধারণ! তারা দারুণভাবে সমর্থন দিয়েছেন”
সৌদি প্রো লিগে প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলেননি রোনালদো। পরের ম্যাচে নামলেও পুরো ফিট ছিলেন না। সেদিন গোল কিংবা অ্যাসিস্ট কোনোটাই করতে পারেননি। প্রথম দুই ম্যাচেই হারে আল নাসর। তাতেই রোনালদোকে নিয়ে সমালোচনা শুরু হয়।
তবে পর্তুগিজ তারকা সমালোচনার জবাব দিতে বেশি সময় নেননি। আল নাসরের সবশেষ ৫ ম্যাচে করেছেন ৯ গোল, সেই সাথে ৪টি অ্যাসিস্ট করেছেন।

ঘরের মাঠে এদিন দলকে ৪ মিনিটে প্রথম গোল এনে দেন রোনালদো। সাদিও মানের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর ১৭ মিনিটে তালিসকার গোলে ২-০ গোলে লিড নেয় আল নাসর। ৩০ মিনিটে আল আহলির হয়ে ব্যবধান কমান ফ্র্যাঙ্ক কেসি। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও গোল করে ৩-১ করেন তালিসকা।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-২ করেন রিয়াদ মাহরেজ। এর ঠিক দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান রোনালদো। ৮৭ মিনিটে ফেরাস আলব্রিকান গোল করে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। তবে শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।