অবশেষে আল হিলালের জার্সিতে গোলের দেখা পেলেন নেইমার জুনিয়র। এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে একটি গোল করেন ব্রাজিলিয়ান তারকা। তাতেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।
সৌদি আরবের ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচেই দারুণ খেলেছিলেন নেইমার জুনিয়র। গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে করিয়েছিলেন। এরপর কেটে গেছে একে একে চারটি ম্যাচ কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার। পঞ্চম ম্যাচে আল হিলালের হয়ে গোলের খাতা খুললেন তিনি। দলের হয়ে বাকি দুটি গোল করেছেন আলেক্সসান্দার মিতরোভিচ ও সালেহ আল সেহেরি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের এটি প্রথম জয়। এর আগে উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। পিএসজি ছেড়ে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নেইমার। সতীর্থদের দিয়ে গোল করালেও নিজে বল জালে জড়াতে পারছিলেন না।

দলের যখন জয় প্রয়োজন ঠিক সেই সময়ে গোল করলেন নেইমার। ৫৮ মিনিটে বল জালে জড়ান তিনি। ডি বক্স লাইনের সামনে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। বল জালে জড়াতে পেরে নেইমার ঠিক কতটা খুশি তা বোঝা গেছে তার সেলিব্রেশনে।
ম্যাচের প্রায় পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলেছে দুই দল। ৩৮ মিনিটে বাজে আচরণের জন্য লালকার্ড দেখেন আল হিলাল অধিনায়ক সালমান আল ফারাজ ও নাসাজি মাজান্দারানের খেলোয়াড় আমির মোহাম্মদ।