আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় এ আসরকে ঘিরে মধুর সমস্যায় পড়েছে ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটিতে রয়েছে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। যারা কিনা, অধিনায়কত্ব করার জন্য প্রস্তুত। তবে তামিম ইকবাল পুরো টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করবে এমনটাই আশা করছেন বরিশালের হেডকোচ মিজানুর রহমান বাবুল।
তিনি বলেন, “তামিমই অধিনায়ক হবে বরিশালের। ম্যাচ বাই ম্যাচ তো অধিনায়ক করা হয় না ওভাবে। আশা করি, পুরো টুর্নামেন্টেই তামিম অধিনায়কত্ব করবে”

বরিশালের হয়ে মাঠ মাতাবেন দেশের ক্রিকেটের তিন সিনিয়র তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তিনজনেরই রয়েছে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা। এছাড়াও মেহেদি হাসান মিরাজও বিপিএলে অধিনায়কত্ব করেছেন।
বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে তামিম। আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফিরবেন দেশসেরা ওপেনার। সেজন্য বেশ কয়েকদিন ধরে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে শতভাগ ফিট আছেন তামিম।
টাইগার ওপেনারের ফেরার বিষয়ে বাবুল বলেন, “তামিমের সাথে আমার কথা হয়েছে। সে নিজেও বলেছে যে ব্যাটিং করে এখন স্বাচ্ছন্দ্যবোধ করছে, ভালো লাগছে। শতভাগ ফিট আছে। আমার কাছে মনে হয়েছে খুব ভালো অবস্থায় আছে। মিরপুরেই মনে হয়েছিল ভালো। আজকে আরো ভালো শেপে আছে”