১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আশা জাগিয়েও ফিরলেন লিটন

- Advertisement -

বড় রান তাড়ায় শুরুটা হওয়া চাই ভালো। কিন্তু, ইংল্যান্ডের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। পাওয়ারপ্লের মধ্যেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে সাকিব আল হাসানের দল। তবে অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করে সমর্থকদের আশা দেখাচ্ছিলেন লিটন কুমার দাশ। ইংলিশ বোলারদের বিপক্ষে বাকি ব্যাটাররা ভুগলেও সাবলীল ব্যাটিং করেছেন তিনি। তবে তিনিও ফিরেছেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। তাতেই বড় হারের জেগেছে বড় হারের শঙ্কা।

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রান করতে পারেননি তানজিদ হাসান তামিম। এদিনও তরুণ ওপেনারের উপর ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু, আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। দ্বিতীয় স্লিপে জনি বেয়ারস্টোকে ক্যাচ দেওয়ার আগে ২ বলে করেছেন ১ রান।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তও পারেননি কিছুই করতে। নিজের খেলা প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাশ। কিন্তু, টাইগার অধিনায়কও পারেননি তেমন কিছু করতে। ৯ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। বাংলাদেশের প্রথম তিন উইকেটই নিয়েছেন রিস টপলি।

চেষ্টা করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচে দারুণ খেলা এ অলরাউন্ডার উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে ফিরেছেন। মিরাজের উইকেট নিয়েছেন ক্রিস ওকস। এরপর মুশফিকুর রহিমের সাথে জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন লিটন। টাইগার ওপেনারকে ফিরিয়ে ৭২ রানের জুটি ভেঙেছেন ওকস। প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৬৬ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৬ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান। মুশফিক অপরাজিত আছেন ৩৮ রানে, তাওহীদ হৃদয়ের সংগ্রহ ৬ রান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img