এক দফা পিছিয়ে ১৭ এপ্রিল একটি চারদিনের ম্যাচ এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে পা রাখার কথা ছিল পাকিস্তান যুব দলের। তবে করোনার প্রকোপ বাড়তে থাকায় দেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। তাই আপাতত বাংলাদেশে আসছে না পাকিস্তানের ঊনিশ না পেরুনো ক্রিকেট দল।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি ও পিসিবি। স্থগিত হয়ে যাওয়া সিরিজ কবে মাঠে গড়াবে সেটা অনিশ্চিত। তবে পরিস্থিতির উন্নতি হলে, সুবিধামতো সময়ে সিরিজ আয়োজনের ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি।
‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো একটা সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে’
করোনার কারণে আগেই স্থগিত হয়েছে জাতীয় লিগ। পাকিস্তানের বিপক্ষে সদ্য স্থগিত সিরিজই ছিল করোনাকালে অনূর্ধ্ব ১৯ দলের পয়লা অ্যাসাইনমেন্ট।