লড়াইয়ের আভাস মেলে ম্যাচের আগেই, কখনও কটাক্ষ আবার কখনও কখনও সেয়ানে সেয়ানে লড়াইয়ের উত্তাপ ছড়ায় মাঠের বাইরে, টেবিলে, আড্ডায় চায়ের কাপে। ভারত-ইংল্যান্ড টেস্ট মানেই জমজমাট লড়াইয়ের আভাস। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।
আহমেদাবাদে সিরিজের তৃতীয় টেস্ট দিবারাত্রির, সব ছাপিয়ে অপেক্ষা চোখ পৃথীবির সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচের। করোনার কারণে প্রবেশাধিক অর্ধেক লোকের, তাও সেটা ৫৫ হাজার। সব টিকিটও নাকি বিক্রি শেষ, গোলাপী বলের ক্রিকেটের রেশ কি এত সহজই কাটছে?
Three leading newspapers on pitch for Pink ball Test in Ahmedabad. Swing, spin and unknown! All bases covered ☺️ pic.twitter.com/DQhEubX5ga
— Vimal Kumar/विमल कुमार (@Vimalwa) February 21, 2021
আহমেদাবাদ টেস্ট কতোটা গুরুত্বপূর্ণ? কতটা প্রধান্য দিচ্ছে দুই দল? উত্তর মিলবে ইংল্যান্ডের এপ্রোচে, প্রথম টেস্টে দারুন ছিলেন অ্যান্ডারসন, তবুও তাকে দ্বিতীয় ম্যাচে দেয়া হয় বিশ্রাম, লক্ষ ওই গোলাপী বলের টেস্ট। গোলাপী বলে ফ্লাডলাইটের রঙ্গিন আলোয় অ্যান্ডারসন যদি জলে ওঠেন তবে উইকেটে টিকে থাকা কষ্টই হবে ইন্ডিয়ার জন্যে।
স্রোতের বিপরীতে যদি চলতে হয়, তবে মজবুত তরী দরকার। আহমেদাবাদের উইকেট হতে পারে পেস ফ্রেন্ডলি। ভারত জানে নাদিম-আশ্বিনরা যেমন স্পিন উইকেটে আলো ছড়াতে পারে, তেমন পেস উইকেটে মোহাম্মদ সিরাজ, বুমরারা আগুন জ্বালাতে পারে।
গোলাপী বলের টেস্টে এগিয়ে থাকবে কে? ক্রাউলির সোজা উত্তর, ভারত না ফেভারিট ইংল্যান্ড। গেল কয়েকদিন আইপিএলের নিলামের দামামা বেজেছে বেশ। সব ফিরে নজরে আবার টেস্ট ক্রিকেট।
তৃতীয় টেস্টকে সামনে রেখে দলে ফিরেছে যাদব, রাহুলও ফিট। ইংল্যান্ড দলে ফিরতে পারে বেয়ারস্টো আর উড। গোলাপী বলের টেস্টের জন্য আপনি কতোটা রোমাঞ্চিত? হয়তো অনেকটাই।
ভারতের সম্ভাব্য একাদশ: গিল, রোহিত, পুজারা, কোহলি (অ.), রাহানে, পান্থ, আক্সার, অশ্বিন, মোহাম্মদ সিরাজ, বুমরা, ইশান্ত।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: সিবলি, ক্রাউলি, রুট (অ.), স্টোকস, বেয়ারস্টো, ফোকস, পপ, বেস, লিচ, আর্চার, অ্যান্ডারসন।