২০ জানুয়ারি ২০২৫, সোমবার

আয়ারল্যান্ডের রানের পাহাড়ে চড়তে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ

- Advertisement -

বড় রান তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। শুরুর ব্যাটিং ধ্বসের পর সৌম্য সরকার-আফিফ হোসেনের ব্যাটে সামান্য লড়াইয়ের আভাস এলেও সেটি মিলিয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭০ রান করেছে বাংলাদেশ।

নাইম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম প্রথম তিন ওভারে বাংলাদেশ হারিয়েছে তিনজন ব্যাটসম্যানের উইকেট। ০.৫ থেকে ১.২- মাত্র দুই বলের ব্যবধানে ফিরে গেছেন টাইগারদের দুজন ওপেনার। প্রথম ওভারের ৫ম বলে ক্রেইগ ইয়ংয়ের বলে ৪ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন নাইম শেখ। লিটন পরের ওভারেই জশ লিটলের বলে বোল্ড হয়ে ফিরে যান মাত্র ১ রানে। মুশফিক পরের ওভারেই আবারো হন ক্রেইগ ইয়ংয়ের শিকার, আউট হওয়ার আগে করেছেন ৪ রান।

এরপর সৌম্য সরকার ও আফিফ হোসেন প্রতিরোধ গড়ার সামান্য চেষ্টা করেন দুজনে গড়েন ৪৭ রানের জুটি। তবে জুটি বড় হয়নি ১৭ রান করে বেঞ্জামিন হোয়াইটের বলে আফিফ হোসেন সাজঘরে ফেরায়। এই মুহুর্তে উইকেটে রয়েছেন সৌম্য ও নুরুল হাসান সোহান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img