২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

আয়ার‌ল্যান্ডে শুধুমাত্র ওয়ানডেই খেলবে টাইগাররা

- Advertisement -

গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও করোনার কারণে সিরিজটি আয়োজন করা সম্ভব হয়নি। সেই সিরিজের শুধুমাত্র তিনটি ওয়ানডেই আগামী বছরের মে মাসে খেলতে চায় বাংলাদেশ।

“আমরা মে মাসে শুধুমাত্র ওয়ানডেই খেলার সিদ্ধান্ত নিয়েছি। একইসাথে ২০২৩ সালে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভাবছি”- ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা

মে মাসে আয়ারল্যান্ড সফরের আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। আবার, আয়ারল্যান্ডের সাথে তিন ওয়ানডে শেষেই টাইগাররা পাড়ি জমাবে ওয়েস্ট ইন্ডিজে। একারণেই টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেই বোর্ড কর্মকর্তা, “আয়ারল্যান্ড সফরে যাওয়ার পূর্বে ঘরের মাঠে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে। সেই সিরিজ শেষেই আমরা পাড়ি জমাবো আয়ারল্যান্ডে, এবং আইরিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এজন্যই শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলা।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img