২৭ জুলাই ২০২৪, শনিবার

ইংলিশদের টানা দ্বিতীয় জয়

- Advertisement -

ইউরো বাছাই পর্বে “সি” গ্রুপের ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পক্ষে গোল করেছেন বুকায়ো সাকা এবং হ্যারি কেইন।

এদিন সম্মাননা জানানো হয় তিনদিন আগে ইতালির বিপক্ষে গোল করে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া হ্যারি কেইন। “স্পেশাল বুট” পরে খেলতে নামেন তিনি। তাঁর পায়েই ম্যাচের ৩৭ মিনিটে প্রথম গোল আসে ইংলিশদের, সাকার বাড়ানো ক্রস থেকে পায়ের নিখুঁত টোকায় ইউক্রেনের গোলকিপারকে পরাস্ত করেন তিনি।

প্রথম গোলের তিন মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে ইংলিশরা। স্কোরশিটে নাম লিখান সাকা, হেন্ডারসনের দেয়া পাস থেকে ডি বক্সের বাইরে একটি জোড়ালো শট নেন তিনি।

৪২ মিনিটে একটি সহজ সুযোগ হাতছাড়া করে ইংল্যান্ড, কেইনের নেয়া শট ধরে নেন ইউক্রেনের গোলকিপার। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের চাপ বাড়ায় ইংল্যান্ড। বেশকিছু গোল করার মতো সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে আর গোল হয়নি। তবে ইউক্রেন তখনও কোনো পাত্তা পাচ্ছিল না। যার ফলে জয়ের জন্য দ্বিতীয় হাফে ইংল্যান্ডকে তেমন কোনো চিন্তায় পড়তে হয়নি।

দিনের আরেক ম্যাচে মাল্টাকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে গেলবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img