বিশ্বকাপে জয় দিয়ে শুরুটা করেছে টিম বাংলাদেশ। অন্যদিকে ৫০ ওভারের ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নরা নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টের শুরু করেছে। মঙ্গলবার সাকিব আল হাসানের দলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জশ বাটলারের দল। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১১:০০ টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া জনি বেয়ারস্টো-লিয়াম লিভিংস্টোনরা। অন্যদিকে ছেড়ে কথা বলবে না তাসকিন আহমেদ-মুস্তাফিজরাও। ইংলিশ ব্যাটারদের রুখে দিতে প্রস্তুত টাইগার বোলাররা। আফগানিস্তানের বিপক্ষে ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে বাটলারদের বিপক্ষে মঙ্গলবার ৬ বোলার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

২০১৫ সালের বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হারের পর, নিজেদের খেলার ধরণ বদলে ফেলেছে ইংল্যান্ড। ক্রিকেটের তিন ফরম্যাটেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বেয়ারস্টোরা। ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের মাথা ব্যথার অন্যতম কারণ এটি। তবে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে বাংলাদেশের বোলাররা। পেস ও স্পিন দুই বিভাগেই ভালো করছে তারা।
ধর্মশালার উইকেটে মঈন আলীদের বিপক্ষে আগে ব্যাটিং করলে লড়াকু সংগ্রহ গড়ার দিকে মনোযোগ থাকবে টাইগার ব্যাটারদের আর বোলিং করলে যতটা সম্ভব বাটলারদের কম রানে আটকানোর। ওয়ানডেতে ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ইংল্যান্ডের জয় ১৯টি, বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। তবে ওয়ানডে বিশ্বকাপের লড়াইয়ে ইংল্যান্ডের সমান জয় টাইগারদের। দুই দলই জিতেছে দুটি করে ম্যাচ।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সাকিব-মিরাজদের বিপক্ষে বেন স্টোকসকে ছাড়াই মাঠে নামতে পারে ইংল্যান্ড। ধর্মশালার বাজে আউটফিল্ডে স্টোকসকে নিয়ে ঝুকি নিতে চায় না বাটলাররা। ইনজুরির শঙ্কা রয়েছে টাইগারদেরও কিন্তু ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে পারফর্ম করা ক্রিকেটারদের বসিয়ে রাখার বিলাসিতা করার সুযোগ কোথায়?