বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। এরপর থ্রি লায়ন্স শিবিরে বদল ছিল প্রত্যাশিত। হয়েছেও তাই, আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বকাপ স্কোয়াডের মাত্র ৬ জন জায়গা পেয়েছেন। বাকিরা জায়গা হারিয়েছেন।
সেই ছয় জন ক্রিকেটার হলেন জস বাটলার, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কারান ও লিয়াম লিভিংস্টোন। বাটলারের অধিনায়কত্ব হারানোর শঙ্কা থাকলেও তার উপরেই দুই ফরম্যাটেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এমন তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তারা হলেন, ওলি পোপ, জন টার্নার ও জশ টঙ্গ। ৫০ ওভারের ফরম্যাটে জায়গা হারালেও টি-টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছেন মঈন আলী।
আগামী ৩-৯ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু দল। এছাড়া ১২-২১ ডিসেম্বর অবধি খেলবে পাঁচটি টি-টোয়েন্টি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ক্যারিবীয়ান ও যুক্তরাষ্ট্র। এজন্য সিরিজটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে ইংল্যান্ড।
ওয়ানডে স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, অলি পোপ, ফিল সল্ট, জশ টঙ্গ ও জন টার্নার।
টি-টোয়েন্টি স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টঙ্গ, রিস টপলি, জন টার্নার ও ক্রিস ওকস।