বিশ্বকাপে মূলপর্বে নামার আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এমনই এক ম্যাচে গত শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
শেখ মাহেদী-মেহেদী হাসান মিরাজদের দারুণ বোলিংয়ে গুয়াহাটির ব্যাটিং সহায়ক উইকেটেও শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। পরে দুই ওপেনার লিটন কুমার দাশ ও তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে জিতেছিল টাইগাররা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। তবে সাকিব আল হাসানের সাথে মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান ও নাসুম আহমেদকে নিয়ে গড়া স্পিন আক্রমণ নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। সাম্প্রতিক সময়ে আশার পালে হাওয়া দিচ্ছেন পেসাররাও। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবদের নিয়ে গড়া পেস আক্রমণ বিশ্বকাপে ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছে টাইগার সমর্থকদের।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশের বোলারদের। ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বেন স্টোকস-জশ বাটলাররা, টি-টোয়েন্টি ফরম্যাটেরও ট্রফি তাদের দখলে। ২০১৫ সালে বিশ্বকাপে টাইগারদের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে বদলে গেছে তাদের ব্যাটিংয়ের ধরণ। ওভারপ্রতি নিয়মিত তারা ছয়ের ওপরে রান করে। জশ বাটলার, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন ও মঈন আলীদের নিয়ে গড়া ব্যাটিং লাইন-আপ প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে বড় রান করার ক্ষমতা রাখে।
শুধু ইংল্যান্ড নয়, সাম্প্রতিক সময়ে ভারত, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া নিয়মিত ছয়ের উপরে রান করে। মূলপর্বে এসব দেশের বিপক্ষেও খেলতে হবে টাইগারদের। দেখা যাক, গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে বাটলার-স্টোকসদের বিপক্ষে কেমন করে তাসকিন-শরীফুলরা।