বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৪ নভেম্বর মাঠে নামবে অস্ট্রেলিয়া। তবে তার আগে অজি শিবিরে দুসঃবাদ, ইনজুরির কারণে জস বাটলারের দলের বিপক্ষে খেলবেন না গ্লেন ম্যাক্সওয়েল। গলফ খেলার সময় আঘাত পেয়েছেন তিনি।
ম্যাক্সওয়েলের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “সে (ম্যাক্সওয়েল) আমাদেরকে যে তথ্য দিয়েছে তা সঠিক। সে হালকা অনুশীলন শুরু করবে। এটি তার ফিরে আসার জন্য একটি সহজ প্রক্রিয়া হবে। ভাগ্য ভালো যে, অন্য কোনও আঘাত ছিল না। যা বর্তমানে এটির চেয়ে আরও খারাপ হতে পারত”
বিশ্বকাপে শুরুর দিকে তেমন পারফর্ম্যান্স দেখাতে না পারলেও শেষ দুই ম্যাচে অসাধারণ খেলেছেন ম্যাক্সওয়েল। নেদারল্যান্ডসের বিপক্ষে তো ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের সবশেষ জয়ের ম্যাচেও ৪১ রান করার পাশাপাশি নিয়েছেন ১ উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে হলে বাটলারের দলকে হারানোর কোনো বিকল্প নেই। এমন ম্যাচের আগে ম্যাক্সওয়েলের মতো তারকার সার্ভিস না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ক্ষতি।