ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংলিশ ফাস্ট বোলার টাইমল মিলস। তাঁর জায়গায় চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের হয়ে ১৩টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলা রিস টপলি।
🚨 Just in 🚨
A forced change to the England squad after an injury blow.https://t.co/DOmpb5h3g4
— ICC (@ICC) November 3, 2021
ইংলিশ তারকা সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হন। সাথে সাথে তাঁকে পর্যবেক্ষণের জন্য ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয়। তার বদলি হিসেবে মাঠে নামেন স্যাম বিলিংস। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হলো মিলসকে।
অতিরিক্ত খেলোয়াড় হিসেবে টপলি আগেই ইংল্যান্ড দলের সাথে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মূল একাদশে সুযোগ পেতে পারেন এই মিডিয়াম-ফাস্ট বোলার।