৪ নভেম্বর ২০২৪, সোমবার

ইংল্যান্ডে আউটডোর গেম থেকেও করোনা বিধি-নিষেধ উঠে যাচ্ছে

- Advertisement -

সীমিত পরিসরে আয়োজন হচ্ছে ফুটবল-ক্রিকেট। কেন বন্ধ থাকবে অন্যান্য খেলাধুলা? দ্বিতীয় দফায় লকডাউন চলছে ইংল্যান্ডে। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। তাই বৃটিশ সরকার ধাপে ধাপে সব কিছু থেকে করোনা বিধি-নিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই আলোকে উন্মুক্ত স্থানের খেলাধুলার উপর থেকে বিধি-নিষেধ তুলে নেয়া হচ্ছে ২৯ মার্চ থেকে। ইংল্যান্ডের ভ্যাকসিন মিনিস্টার এমন ঘোষণা দিয়েছেন।

বৃটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন সোমবার থেকে চারটি ধাপে লকডাউন তুলে নেয়া হবে। তবে ইনডোর গেমগুলো খুব দ্রুত চালু হচ্ছেনা। প্রথম ধাপে ফুটবল, গলফ এবং টেনিস খেলার উপর থেকে বিধি-নিষেধ তুলে নেয়া হবে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ইনডোর গেমও চালু করা হবে জানিয়েছেন ইংল্যান্ডের ভ্যাকসিন মিনিস্টার নাদিম জাহাভি। ৮ মার্চ থেকে ইংল্যান্ডে স্কুল পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃটিশ সরকার। ইনডোর গেমের ভেন্যুগুলো ৪ জানুয়ির থেকে দ্বিতীয় দফায় বন্ধ রয়েছে

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img