২৭ জুলাই ২০২৪, শনিবার

ইংল্যান্ডে ডার্বি ডে, মধ্যরাতে চার বড় দলের ম্যাচ

- Advertisement -

নর্থ লন্ডনের দুই কান্ডারি আর্সেনাল আর টটেনহ্যামের ম্যাচ মানে একটা সময়ে ছিল টপ টেবিল ক্ল্যাশ! কিন্তু নতুন ধাঁচের ট্যাকটিকস এবং দক্ষ খেলোয়াড় ভিড়িয়ে মিড টেবিলের অনেক দল উঠে এসেছে টপ অর্ডারে। তাদের ভিড়ে লন্ডনের দল দুটোকে খুঁজে নিতে এখন বেশ বেগ পেতে হয়। তবে উত্তেজনার অনেকটাই এখনো টিকে আছে, ডার্বি মানেই আলাদা উন্মাদনা। ঘরে বসেই তাই এ বছর চলতি সিজনের শেষ নর্থ লন্ডন ডার্বি উপভোগ করবেন ভক্তরা।

রবিবার ২০২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে গানার এবং স্পার্স। দুই দলই ইউরোপা লিগের আসর কাঁপিয়ে বেশ চটপটে ফর্মে আছে। হারের বৃত্তে আটকে পুরোনো স্ট্যাটাস ফিরে পেতে মরিয়া আর্সেনাল, তবে ভঙ্গুর ডিফেন্সকে শক্তপোক্ত করে নামতে হবে এই ম্যাচে। দুই দলের গুরুত্বপূর্ণ প্রায় সব খেলোয়াড়ই পুরোপুরি ফিট,  বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় উত্তর লন্ডনের এমিরেটসে আর্সেনাল টটেনহ্যাম ডার্বির কিক অফ।

এর আগে রাত আটটায় তিন ম্যাচ! একটা ইংল্যান্ডে, লেস্টারের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। বাকি দুটো ম্যাচ ইতালিতে। টাইটেল পাচ্ছে না লেস্টার বা শেফিল্ড কেউই, তা জানান দিয়েছিলো একতরফা জয় নিয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। তবে দমবার পাত্র নয় লেস্টার। দুইয়ে থাকা ম্যানইউকে টপকে যাওয়াটাই এখন মূল লক্ষ্য। অন্যদিকে, শেফিল্ড এবারের হতাশাজনক সিজন পার করে লিগ থেকে বিদায় নেওয়ার পথে।

ইতালিতে তুরিনের প্রতিপক্ষ ইন্টার মিলান। আরেক ম্যাচে এএস রোমা লড়বে পার্মার বিপক্ষে। রাত সাড়ে এগারোটায় ক্রিশ্চিয়ানো রোনালদো তাঁর দল নিয়ে খেলতে যাবেন ক্যালিয়ারির মাঠে। চ্যাম্পিয়নস লিগের নক আউট থেকে বাদ পড়া জুভেন্টাস দলে ইনজুরির হানাও রয়েছে। ২৫ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।

লেট নাইটে চার দেশে চারটা বড় ক্লাবের লড়াই। রেড ডেভিলদের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড। শেষ আট ম্যাচ অপরাজিত ম্যানইউ শেষ তিন হোম ম্যাচে পনেরো গোল করেছে! ওয়েস্ট হ্যামের লড়াইটা চ্যাম্পিয়নস লিগে ওঠার। রাত সোয়া একটায় শুরু ম্যাচ।

আধা ঘণ্টার ব্যবধানে ইতালির সান সিরোতে এসি মিলান নামবে নাপোলির সাথে। বাংলাদেশ সময়ে রাত দুইটায় লিগ ওয়ানের টাইটেল চেজার পিএসজির প্রতিপক্ষ নতেঁ। একই সময়ে সেভিয়ার মাঠে খেলতে আসবে রিয়াল বেতিস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img