২৭ জুলাই ২০২৪, শনিবার

ইউরোপিয়ান চার লিগে আজ চারটি বড় দলের ম্যাচ

- Advertisement -

লা লিগার বিগ ম্যাচে আজ শনিবার মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং সেভিয়া। টেবিলের থার্ড পজিশনে থাকা বার্সা লিগের শেষ দুই ম্যাচ অপরাজিত। সেভিয়ার বিপক্ষে আজকের ম্যাচের ঠিক চারদিন পরই রিভার্স ফিক্সচারে কোপা দেল রে’র সেমির দ্বিতীয় লেগে নামবে বার্সেলোনা। সেভিয়ার পিজহুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময়ে রাত সোয়া নয়টায় অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচটি। আগামী সিজনের চ্যাম্পিয়নস লিগে নিশ্চিন্তে কোয়ালিফাই করার টার্গেটে এখনো আরো অনেকগুলো ম্যাচ লড়তে হবে দুই দলকে।

ইংলিশ লিগে সুপার টপার ম্যানসিটির মাঠে খেলতে আসবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সিটি চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে ফিরেছে। টানা জয়ের ধারায় ভাগ বসাতে পারছে না কোনো দলই। টেবিলের চারে থাকা ওয়েস্ট হ্যাম লিগের শেষ চার ম্যাচ অপরাজিত। তাই হ্যামারদের চোখ থাকবে আজকের ম্যাচের পয়েন্টের দিকে।

বুন্দেসলিগায় রাত সাড়ে আটটায় বাভারিয়ানরা মাঠে নামবে কোলনের বিপক্ষে। এটি হবে জার্মান প্রফেশনাল ফুটবলে দুই দলের শততম ম্যাচ। বায়ার্ন লিগে তাদের সমগ্র ক্যারিয়ারে কোলনের কাছেই সবচেয়ে বেশিবার হেরেছে। শেষ ২২ ম্যাচে ৩১ গোল খাওয়ারও রেকর্ড গড়েছে এবার।

ফ্রেঞ্চ লিগে এই সিজনে সবচেয়ে ব্যর্থ দল দিজঁয়ের খেলা আজ পিএসজির সাথে। ২৬ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতেই জয় আছে দিজঁয়ের। পিএসজির বিপক্ষে শেষ দশ ম্যাচের মধ্যে একটি ক্লিন শিটও নেই তাদের। ম্যাচের সময় রাত সাড়ে দশটা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img