ইউরোর বাছাই পর্বের ম্যাচে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে জিতেছে ইতালি। এ জয়ে লুসিয়ানো স্পালেত্তির দলের মূল পর্বে খেলার আশাও ভালোভাবে বেঁচে থাকল। একই রাতে মাল্টার বিপক্ষে ২-০ গোলে জিতেছে গতবারের রানার্সআপ দলটি।
ইতালির হয়ে জোড়া গোল করেছেন ফেদেরিকো কিয়েসা। একবার করে বল জালে জড়িয়েছেন মাত্তেও ডারমিয়ান, গিয়াকোমো রাসপাদোরি এবং স্তেফান এল শারাউই।
মেসিডোনিয়ার বিপক্ষে জয়ের পর ৭ ম্যাচে ইতালির পয়েন্ট ১৩। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে ইউক্রেন। এছাড়াও দুই দলের মুখোমুখি দেখায় জিতেছিল ইতালি। গ্রুপ ‘সি’ থেকে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাই লড়াইটা এখন ইতালি ও ইউক্রেনের মধ্যে। ২১ নভেম্বর একে অপরের বিপক্ষে মাঠে নামবে দুই দল। ইউরোর মূল পর্ব সরাসরি নিশ্চিত করতে হলে ইতালির দরকার ১ পয়েন্ট আর ইউক্রেনের দরকার জয়।

মেসিডোনিয়াকে হারানোর পর ইউক্রেনের বিপক্ষে লড়াই করার কথা বলেছেন দুই গোল করা কিয়েসা। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ম্যাচটা জিতেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ২টি গোল খেয়েছি। এখন আমরা ইউক্রেনের বিপক্ষে লড়াই করব”
অন্যদিকে মাল্টার এনরিকো পেপের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি গতবারের রানার্সআপরা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে ইংলিশদের হয়ে বল জালে জড়ান অধিনায়ক হ্যারি কেইন।