পোল্যান্ডের ঘরের মাঠে স্বাগতিকদের সাথে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। গোল করেছেন হ্যারি কেইন। টানটান উত্তেজনাকর ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলের রক্ষণভাগই ব্যস্ত সময় পার করলেও, প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। দ্বিতিয়ার্ধের ৭২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ড, ডি বক্সের অনেক বাইরে থেকে নেয়া হ্যারি কেইনের জোড়ালো শটে ১-০ তে এগিয়ে যায় সফরকারীরা।
Goal for Harry Kane.
Assist for Robert Lewandowski.
Two world-class strikers at the top of their game ? pic.twitter.com/AFfYPpBJLL
— Goal (@goal) September 8, 2021
ম্যাচ তখন শেষ প্রায়, অতিরিক্ত সময়ের খেলা চলছে। পুরো স্টেডিয়াম রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষায়। ইংল্যান্ড সমর্থকরাও ততোক্ষণে নিশ্চিত তারা যে ম্যাচটা জিততে চলেছে। কিন্তু, ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে গোল করে বসে পোল্যান্ড। বক্সের বাঁপ্রান্ত থেকে রবার্ট লেভানডফস্কির ক্রসে হেড করেন ডেমিয়েন সাইমান্সকি; ১-১ এ সমতা নিয়ে ঘরের মাঠে ম্যাচ শেষ করে স্বাগতিকরা।
Try telling Poland international football doesn't matter ?? pic.twitter.com/BXU9Es1INj
— Goal (@goal) September 8, 2021
ড্র করলেও ক্ষতি হয়নি হ্যারি কেইনের ইংল্যান্ডের। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’ য়ের শীর্ষেই রয়েছে ইংল্যান্ড। সমান সংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আলবেনিয়া দ্বিতীয় স্থানে। লেভানডফস্কির পোল্যান্ড ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থার করছে।
অন্যদিকে, গ্রুপ ‘সি’ এর খেলায় লিথুয়ানিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। প্রথমার্থেই গোল এসেছে চারটি। ম্যাচে ১১ তম মিনিটে গোল করেন মইসে কিন; ১৪তম মিনিটে এডগার্স উটকুসের গোলে ব্যবধান দ্বিগুন করে ইতালি। ২৪তম মিনিটে গিয়াকমো রাসপাদোরির গোলের পর ম্যাচের ২৯ মিনিটে গোল আসে মইসে কিনের পা থেকে। প্রথমার্ধ শেষে ৪-০ তে এগিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
Moise Kean is ??????? which means Moise Kean is ??????? ? pic.twitter.com/CKOdS1rlOY
— Goal (@goal) September 8, 2021
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে জিওভাননি ডি লরেঞ্জোর গোলে ৫-০ গোলে এগিয়ে যায় ইতালি; পুরো ম্যাচে আর গোলের দেখা না পায়নি কোনো দল। হ্যাটট্রিকের সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হোন কিন; বেশ কিছু সুযোগ পেয়েও ব্যবধান কমাতে পারেনি লিথুয়ানিয়া।