১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ইউরো হিরো ডামসগার্ডকে রিয়ালে চান আনচেলত্তি

- Advertisement -

ডেনমার্কের মাইকেল ডামসগার্ডকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমকে সামনে রেখে চলা গ্রীষ্মকালীন দলবদলে ডেনমার্ক মিডফিল্ডারকে দলে চান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে ডামসগার্ডের এর প্রতি নজর আছে লিভারপুল, টটেনহ্যাম, এভারটনের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। তাদেরকে টপকেই দলে নিতে চান আনচেলত্তি।

চলতি গ্রীষ্মে ডামসগার্ডকে বার্নাব্যুতে ভেড়াতে খুবই আগ্রহ প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্টরা। সদ্য শেষ হওয়া ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ডেনিশ। দলকে সেমি-ফাইনালে তুলতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন তিনি। সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক ফ্রি-কিক গোল। যা এবারের আসরের একমাত্র ফ্রি-কিক গোল।

এই মিডফিল্ডারে সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগে করেছে টটেনহ্যাম হটস্পার। এই ডেনিশকে দলে ভেড়াতে ৩৪ মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত খরচ করতে রাজি স্পাররা। এছাড়াও কিছুদিন আগে ইপিএলের দুই ঐতিহাসিক ক্লাব লিভারপুল এবং এভারটন ডামসগার্ড এর প্রতি নিজেদের ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে ডামসগার্ডের দলবদলের খবরে এভারটনের বিদায়ী ম্যানেজারের উপস্থিতি নিশ্চয়ই দলটিকে অস্বস্থি দেবে।

গত মৌসুমে সেরি-আ এর ক্লাব সাম্পাদোরিয়ার নিয়মিত খেলোয়াড় ছিলেন ডামসগার্ড। এই তরুন প্রতিভা ডেনমার্কের হয়ে মাঠ মাতাতে পেরেছেন তাদের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য, পাওয়া সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। নজরে এসেছেন সবার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img