২০ জানুয়ারি ২০২৫, সোমবার

ইডেনে বাংলাদেশের জয়

- Advertisement -

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ, চ্যাম্পিয়নশীপ ধরে রাখার মিশনে পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি যুব দলের খেলোয়াড়দের। সামনেও নেই বেশী সময়, তাই ভারতে অনুষ্ঠিত তিন দলের টুর্নামেন্টটিকেই টাইগার যুবারা ভাবছে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে। দলের সাথে নেয়া হয়েছে বিশ্বকাপজয়ী দলের দুই তারকা তানজিম হাসান সাকিব এবং রাকিবুল হাসানকে।

অধিনায়কও রাকিবুলই; বৃহস্পতিবার টসে জিতে নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। ব্যাটসম্যানরাও দিয়েছেন আস্থার প্রতিদান। শতক তুলে নিয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল; অর্ধশতক তুলে নিয়েছেন ইফতিখার হোসেন এবং মেহরাব হাসান। মেহরাব খেলেছেন ৪৮ বলে ৭০* রানের ঝড়ো ইনিংস, তাতেই টাইগার যুবাদের সংগ্রহ নির্ধারিত ৫০ ওভারে ৩০৫।

‘ম্যান অব দ্য ম্যাচ’ নাবিল

৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল অলআউট ১৯২ রানেই, টাইগার যুবাদের জয় ১১৩ রানের। সর্বোচ্চ ৪২ রান করেছেন কৌশল তাম্বে, বল হাতেও নিয়েছিলেন সর্বোচ্চ ২টি উইকেট। টাইগার যুবাদের হয়ে আরিফুল ইসলাম নিয়েছেন ২২ রানে ৪ উইকেট, নাইমুর রহমান নয়নের সংগ্রহ ৩৪ রানের ২টি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img