প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। তৃতীয় টি-টোয়েন্টিতে কিউইদের হারাতে পারলেই ইতিহাস গড়বে টিম টাইগার্স। সেই লক্ষ্যে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। সবশেষ ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে এসেছেন তানভীর ইসলাম।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ তে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত। তৃতীয়টিতে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে তাওহীদ হৃদয়-আফিফ হোসেনরা।
কিউইদের বিপক্ষে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের সাথে সৌম্য সরকার। স্পিনে শেখ মাহেদী ও তানভীর ইসলাম।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।