কায়েল মায়ার্স সময়ের সাথে ক্রিকেট থেকে হারিয়ে যেতে, তবে চট্টগ্রাম চেষ্টের ক্ষত বাংলাদেশ কখনো ভুলতে পারবে কিনা কে জানে। টেস্ট ক্রিকেটে চারশোর বেশী রান তাড়ার রেকর্ড আছে একাধিক, এশিয়াতে ৩৯৫। কায়েল মায়ার্সের দ্বিশতকে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডকে চেন্নাই টেস্ট জিততে গড়তে হবে ইতিহাস, এশিয়া, ইউরোপ আফ্রিকা বা নির্দিষ্ট কোনো অঞ্চল না, বিশ্বরেকর্ড।
প্রথম ইনিংসে ভারতের প্রায় সাড়ে তিনশো রানের জবাবে ইংল্যান্ড অল আউট হয়েছে ১৩৪ রানে। একটু জন্য ফলো অন এড়িয়েছে। বেন ফোকস ধন্যবাদ পেতেই পারে। দ্বিতীয় ইনিংসে ১০০ পেরুতেই ছয় উইকেট হারিয়েছিল ইন্ডিয়া, তবে অশ্বিনের ব্যাটিংয়ে মুগ্ধ করেছে সবাই, সঙ্গে ছিলেন কোহলি, চাপ সামলেছে ভারত।
The batsman in Ashwin is emerging again. This has been such a clever, inventive innings.
— Harsha Bhogle (@bhogleharsha) February 15, 2021
প্রথম টেস্টে মতো দ্বিতীয় টেস্টেও মঈন আলীর বলে আউট হয়েছেন কোহলি, প্রত্যাবর্তনে মঈন আলী দ্বিতীয় ইনিংসে নিলেন তিন উইকেট। জ্যাক লিও সমান তিন। ভারত অলআউট হয়েছে ২৮৬ রানে।
ইংল্যান্ডের সামনে টার্গেট ৪৮২ রানের। স্পিনে বিষে নীল না বিশ্বরেকর্ড! সময়ের অপেক্ষা…