২৭ জুলাই ২০২৪, শনিবার

ইতিহাস গড়ে আফগানিস্তানকে হারালো জিম্বাবুয়ে

- Advertisement -

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বার ১০ উইকেটের জয় পেয়েছে জিম্বাবুয়ে। দুই দিনেই আফগানিস্তানকে হারিয়েছে দলটা। আঙুলের চোটের কারণে এই টেস্টে ছিলেন না রশিদ খান। প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ১৩১ রানের জবাবে ২৫০ রান করে জিম্বাবুয়ে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ১৩৫ রান করলে জিম্বাবিয়ানদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭ রান। ২০ বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোডেশিয়ানরা।

আফগানদের বিপক্ষে খেলা প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ে অসাধারণ মাইলফলকে শন উইলিয়ামসের দল। সব সংস্করণে দেশটির ক্রিকেট ইতিহাসে, উইকেটের ব্যবধানে এটাই সবচেয়ে বড় জয়।

আগের দিনের ৫ উইকেটে ১৩৩ রান নিয়ে বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুটা দারুণ করে আফগানরা। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই সিকান্দার রাজাকে ৪৩ রান ফিরিয়ে সাফল্য এনে দেন আমির হামজা। সপ্তম উইকেটে রেজিস চাকাভাকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন শন উইলিয়ামস। চাকাভা ৪৪ রানে ফিরলেও একপ্রান্তে অবিচল থাকেন উইলিয়ামস, তার  লড়াকু ব্যাটিংয়ে আড়াই’শ ছোঁয় জিম্বাবিয়ানদের প্রথম ইনিংস। আউট হওয়ার আগে ১৭৪ বলে  ১০৫ রানের ইনিংস খেলেছেন উইলিয়ামস। আফগান বাঁহাতি স্পিনার আমির হামজা ৭৫ রানে নেন ৬ উইকেট।

১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ২১ রানে হারায় ৫ উইকেট। জিম্বাবিয়ান বোলারদের সামনে দাঁড়াতে পারে নি আর কোনো ব্যাটসম্যান। আফগানদের দ্বিতীয় ইনিংস থামে ১৩৫ রানে। সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img