১৩ অক্টোবর ২০২৪, রবিবার

ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করলো বার্য়ান মিউনিখ

- Advertisement -
বায়ার্ন মিউনিখের প্রাপ্তির খাতাটা দিন দিন ভরে যাচ্ছে অর্জনের ইতিহাস লিখতে লিখতেই । মেক্সিকোর দল তাইগ্রেসকে হারিয়ে, এবার ক্লাব বিশ্বকাপের শিরোপাটাও নিজদের ঘরে তুলেছেন হান্সি ফ্লিকের দল। এই জয়ে ইতিহাসে নাম লেখাল বায়ার্ন। বার্সেলোনার পর দ্বিতীয় দল হিসেবে ঘরোয়া আর আন্তর্জাতিক মিলে ছয়টি শিরোপার সবগুলোই জিতলো দলটা। ২০০৯ সালে পেপ গার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিল কাতালান দলটি।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে  ফাইনালে ১-০ ব্যবধানে জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। দলের হয়ে একমাত্র জয় সূচক গোলটি করেন বেঞ্জামিন পাভার্দ। বায়ার্ন গত বছর জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ। ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়।

সেমি-ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে আসা তাইগ্রেসে দূর্গে একের পর এক আঘাত হেনেও গোলের দেখা পাচ্ছিল না বার্য়ান ।  ৫৯তম মিনিটে পাভার্দের কাছ থেকেই আসে সাফল্য।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img