কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ফাইনালে ১-০ ব্যবধানে জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। দলের হয়ে একমাত্র জয় সূচক গোলটি করেন বেঞ্জামিন পাভার্দ। বায়ার্ন গত বছর জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ। ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়।
সেমি-ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে আসা তাইগ্রেসে দূর্গে একের পর এক আঘাত হেনেও গোলের দেখা পাচ্ছিল না বার্য়ান । ৫৯তম মিনিটে পাভার্দের কাছ থেকেই আসে সাফল্য।