১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

ইনজুরিতে পড়ে তিন মাসের জন্য মাঠের বাইরে ম্যাক্সওয়েল

- Advertisement -

বন্ধুর জন্মদিনের পার্টি তে গিয়ে দুর্ঘটনার শিকার অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তার পায়ের হাড় ভেঙ্গে গেছে, ফলে থাকতে হতে পারে প্রায় তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও থাকছেন না এই তারকা অল-রাউন্ডার। দীর্ঘ দিনে বিছানায় বিশ্রামের মধ্যে দিয়েও যেতে হবে তাঁকে।

শনিবার মেলবোর্ন স্টার্সের একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই বন্ধুর সঙ্গে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। বন্ধুও পড়ে যান ম্যাক্সওয়েলের সাথে। বন্ধুর পায়ের চাপেই ম্যাক্সওয়েলের বাঁ-পায়ে চিড় ধরা পড়ে। রবিবার ম্যাক্সওয়েলের অস্ত্রোপ্রচার সফল ভাবে করা হয়েছে।

তবে বেশ কিছুদিন রিহ্যাবে থাকতে হবে এই তারকা ক্রিকেটারকে। ধারনা করা হচ্ছে, অন্তত ৮-১২ সপ্তাহ সময় লাগতে পারে ম্যাক্সওয়েলের সুস্থ হয়ে উঠতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img