২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ইনজুরির জন্য ফর্মে থাকা রাশফোর্ডকে পাচ্ছে না ইংল্যান্ড

- Advertisement -

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তাদের ফর্মে থাকা ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। যার ফলে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের বাছাইপর্বে ইংল্যান্ডের হয়ে মাঠে নামা হবে না তার।

এছাড়া ইনজুরির কারণে চেলসির মিডফিল্ডার ম্যাসন মাউন্ট এবং ইংল্যান্ড দলে ডাক পাওয়া নিউক্যাসল ইউনাইটেডের গোলরক্ষক নিক পোপও ছিটকে গেছেন ইংলিশদের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে।

২৩ মার্চ, গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। যার ফলে ইংলিশ কোচ সাউথগেট ঘোষণা করেছিলেন ২৩ সদস্যের স্কোয়াড। এদের মধ্যে তিনজন খেলোয়াড় ইনজুরিতে পড়লেও এখনো তাদের বিকল্প হিসেবে কাউকেই ডাকা হয়নি।

ইংল্যান্ডের দল: গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল।

ডিফেন্ডার: বেন চিলওয়েল, এরিক ডায়ার, মার্ক গুইহি, রিস জেমস, হ্যারি মাগুয়ের, লুক শ, জোন স্টোনস, কাইরন ট্রিপিয়ার, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কনোর গালাঘার, জর্ডান হ্যান্ডারসন, জেসন ম্যাডিসন, কেলভিন ফিলিপ, ডিক্লান রাইস।

ফরোয়ার্ড: ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেন, বুকোয়াকা সাকা, ইভান টনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img