১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ইনজুরি আর শান্তর না থাকাই ব্যর্থতার মূল কারণ?

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়েই বিদায়ের পথে। লঙ্কানদের বিপক্ষে হার মেনে নিতে পারছে না অনেকেই, সেই তালিকায় আছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও।

আফগানিস্তানের সঙ্গে আমরা ভালো একটা ম্যাচ জিতেছি, এরপর সবাই আশায় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের। শ্রীলঙ্কার চেয়ে আমরা ভালো দল। সবাই আত্মবিশ্বাসী ছিলাম আমরা জিতব। কিন্তু আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারিনি।”

তার মতে এশিয়া কাপ শুরুর আগেই দলে একাধিক ইনজুরি এবং টুর্নামেন্টের মাঝে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তর চোট নিয়ে দেশে ফিরে আসার কারণে ব্যালেন্স হারিয়েছে দল।

তিনি বলেন, “এশিয়া কাপের জন্য আমাদের যে টিমটা ছিল সেখান থেকে অনেকে ছিটকে গেছে। কিছু ইনজুরি ছিল যার কারণে টিম ব্যালেন্সে সমস্যা হয়েছে। শান্ত ইনজুর্ড হয়ে দেশে চলে গেছে। প্রথমে যেই দল ছিল সেখানে ইবাদতও ছিল, তাকে আমরা এখানে আনতে পারিনি। তারপর লিটন জ্বরে পড়েছে। এইসব ইনজুরির কারণে দল কিছুটা ভারসাম্য হারিয়েছে। ইমব্যালেন্স হওয়ার কারণে আমরা যেমনটা আশা করেছিলাম তেমন হয়নি। সবারই লক্ষ্য থাকে, আমাদেরও লক্ষ্য ছিল এশিয়া কাপে ভালো খেলে যেন ফাইনালে উঠতে পারি। অতীতেও আমরা ফাইনালে উঠেছি।”

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। পয়েন্ট, নেট রানরেট দুটোতেই টেবিলের সবচেয়ে নীচে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে ভাগ্যক্রমে জিতে গেলেও ফাইনালে উঠার সুযোগ নেই বললেই চলে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img